কাউখালীতে জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২০ ০৩:২৬ অপরাহ্ন
কাউখালীতে জলাতঙ্ক রোগ নির্মুলের লক্ষ্যে অবহিতকরণ সভা

পিরোজপুরের কাউখালীতে জলাতংক রোগ নির্মুলের লক্ষ্যে উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমভিডি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করণ সভা অনুষ্ঠিত। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত বিশ্বাসের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহীদুজ্জামান, সিডিসি ডা. আবু নাছের, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা আঃ হাকিম, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমূখ। আগামী ১০ জানুয়ারী থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়নে টিম গঠন করে  কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হবে।

ইনিউজ ৭১/এম.আর