বোরহানউদ্দিনে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে স্কুলছাত্রীর রক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২০ ১১:০৬ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে স্কুলছাত্রীর রক্ষা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার  ইউএনও ও নির্বাহী হাকিম  মো: বশির গাজীর হস্থক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলেন রাবেয়া নামক এক স্কুল ছাত্রী। রাবেয়া উপজেলার বড়মানিকা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে নজরুল ইসলামের মেয়ে। সে এ বছর এসএসসি পরিক্ষার্থী দিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা বিবাহ অনুষ্ঠানে অভিযান চালায়। এ সময় বিবাহ অনুষ্ঠানের লোকজন ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তবে পালাতে পারেনি কাজী।

এ সময় ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে কাজীকে ২৫ হাজার টাকা অর্থদন্ডের নির্দেশ দেন। ইউএনও মো: বশির গাজী জানান, বাল্য বিবাহ বন্ধের অভিযান চলমান থাকবে। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব