
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ৪:৪৩
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে লাইসেন্সের মেয়াদও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে এ সময় পাচঁ ইটভাটার মালিকদেরকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিকচ্ছ ধরন্তি এলাকায় এই অভিযান চালানো হয়। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তী হাওড়ে পাচঁটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় পাচঁটি ইটভাটায় লাইসেন্সের মেয়াদওপরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইটভাটা প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা মোতাবেক পাচঁটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জড়িমানা করা হয়েছে।
এই ধরনের ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব