
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ০:১০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি নির্ধারিত মূল্যে বয়লার মালিকদের কাছ থেকে চাল ক্রয়ের উদ্বোধন করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা,উক্ত চাল ক্রয় সংগ্রহের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সরাইল খাদ্য কর্মকর্তা মোঃ শামীম আহামদ, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ হাফছা হাই, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিনও গণমাধ্যম কর্মীসহ খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
সরাইল উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মোছাঃ হাফছা হাই জানান, সরাইল উপজেলায় চলতি মওসুমে সিদ্ধ চাল ৫১০- মে:টনও আতপ চাউল ২৩৪- মে:টন চাল ক্রয়ের জন্য বরাদ্দ আসে।সিদ্বচাল ৩৬ টাকা- আতপ চাল ৩৫ টাকা প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, এই চাল ২৮ ফেব্রুয়ারী ২০২০ সাল পর্যন্ত ক্রয় করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
