নরসিংদীতে পিস্তল ও ইয়াবাসহ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২০ ০৫:৫৮ অপরাহ্ন
নরসিংদীতে পিস্তল ও ইয়াবাসহ ডাকাত গ্রেফতার

নরসিংদীর বেলাব উপজেলায় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও ৫০০ পিচ ইয়াবাসহ আমির হোসেন (৩০) নামে আন্তঃজেলা এক ডাকাতকে গ্রেফতার করেছে বেলাব থানা পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার চর কাশিমনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন ঝালকান্দা গ্রামের মৃত হযরত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বেলাব থানার এসআই মীর সোহেল রানা।

তিনি জানান, গ্রেফতারকৃত আমির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গোপণ সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। 

ইনিউজ ৭১/এম.আর