প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ২৩:৫২
লাখ লাখ টাকা খরচ করে ভাগ্য বদলের আশায় সৌদি আরব গেলেও শূন্য হাতে দেশে ফিরেছেন আরও ১৩৭ বাংলাদেশি নাগরিক। এ নিয়ে গত পাঁচ দিনে ৪৫৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরত এসেছেন। রবিবার রাত সাড়ে ১১ টা ও দেড়টায় সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৪ ও এসভি ৮০২ বিমানে করে দেশে ফেরত আসেন তারা। তাদের অনেকে সৌদি আরবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব