
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ২২:৫৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এ, বরিশালের হিজলা উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে, মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর নাম এম,তানজিরুল ইসলাম। পিতা : মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে হিজলায় রয়েছেন। মাতা: তানজিলা আক্তার। তানজিরুল ইসলাম টিটি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ৬০০ নাম্বারের পরীক্ষায়, সে ৫৯৩ নাম্বার পেয়ে গোল্ডেন এ প্লাসের অধিকারী হয়। পাশাপাশি সে উপজেলায় প্রথম স্থানটি দখল করে।
হিজলা উপজেলায় ২০১৯ এর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৭৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ছিলো। পাসের হার শতকরা ৯৮.৬১ ভাগ। এর মধ্যে এ প্লাস পেয়েছে ২২৭ জন শিক্ষার্থী। টিটি এন্ড ডিসির প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, ইনিউজ৭১ কে জানান, তানজিরুল ইসলাম এই বিদ্যালয়ে ভূবন নামে পরিচিত।
সে একজন খুব ভালো ছাত্র। আর সমাপনী পরীক্ষায় সে তার প্রমাণ দিয়েছে। আশাকরি ভবিষ্যতের অন্যান্য পরীক্ষায় তার এই ধারাবাহিকতা বজায় থাকবে। ২০১৯ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তার বিদ্যালয় থেকে ৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ছিলো। ২২ টি এ প্লাস সহ শতভাগ পাস করেছে তার বিদ্যালয়। এর মধ্যে তানজিরুল ইসলাম, ৫৯৩ নাম্বার পেয়ে হিজলা উপজেলায় প্রথম স্থানের কৃতিত্ব অর্জন করেছে।

ইনিউজ ৭১/এম.আর