প্রকাশ: ৬ জানুয়ারি ২০২০, ১৮:৯
আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু। এ উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেলার ইজারা পাওয়া প্রতিষ্ঠানের ব্রাদার্সের মালিক মীর শহিদুল গণমাধ্যমকে বলেন, ১০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এতে আমাদের লোকসান হবে। কারণ ওই দিন শুক্রবার। আর শুক্রবারে বাণিজ্য মেলায় লোক সব থেকে বেশি থাকে।