দু'টি নয়, ৭টি পদ্মা সেতু বানানো হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২০ ০৬:৩২ অপরাহ্ন
দু'টি নয়, ৭টি পদ্মা সেতু বানানো হবে: পরিকল্পনামন্ত্রী

দু'টি নয় ক্রমান্বয়ে ৬-৭টি পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, "পদ্মা সেতুর কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর ৪-৫ মাসের মধ্যে সেতুর পুরো কাজ শেষ করতে পারবো। আমরা দু'টি পদ্মা সেতু নয় ক্রমান্বয়ে ৬-৭টি পদ্মা সেতু নির্মাণ করবো।"

"আমাদের মাথার উপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা মহাশূন্যে লোক পাঠাতে চাই," যোগ করেন তিনি। এম এ মান্নান আরও বলেন, "সারাদেশে এখন উন্নয়ন হচ্ছে। মাটির উপর দিয়ে; মাটির নিচ দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। চট্টগ্রামে কর্নফুলি নদীর মুখে সাগরের নীচ দিয়ে  সরকার ৬ কিলোমিটার ট্যানেল নির্মাণ করছে।  অর্ধেকের বেশি কাজ হয়েও গেছে। এ ধরনের কাজে ভারতসহ অনেকেই হাত দেয় নাই।"

পরিকল্পনামন্ত্রী বলেন, "বাংলাদেশের কোনও জায়গা অনুন্নত থাকতে দেবো না। রাজাকার দালাল ও বাংলাদেশের শত্রুদের বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।" জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন,পীর ফজলুর রহমান মিসবাহ, ড জয়া সেনগুপ্তা, শামীমা শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, পৌরমেয়র নাদের বখত  প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব