
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২০, ৪:৪২
টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফুজ্জামান হৃদয় মন্ডল (২৫) কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে উপজেলার মাটিকাটা এলাকা থেকে তাকে আটক করে। সে ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামানের ছেলে।
ভূঞাপুর থানার মামলার বিবরণে জানা যায়, প্রথমে ওই মেয়েকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে পরে ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল। সে সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে তা প্রকাশ করতে সাহস পায়নি।
শুক্রবার রাতে ধর্ষিতা ভূঞাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব