
প্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ৫:১৩

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের ২০২০ এর চ্যালেঞ্জ রোহিঙ্গা সমস্যা। রোহিঙ্গা সমস্যায় কক্সবাজারে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান করা দরকার ।বৃহস্পতিবার (২ জানুয়ারী) বাংলাদেশ শিল্পকলা একেডেমিতে শুরু হওয়া সপ্তাহব্যাপী রোহিঙ্গা গনহত্যার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন।এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার এবং গনহত্যার ফলে ২০১৬ সালে ৮৫ হাজার রোহিঙ্গা আসে এবং ২০১৭ সালের আগস্ট মাসে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা আসে বাংলাদেশে । এই কঠিন অবস্থায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তাদের আশ্রয় দেয়।
মায়ানমার সরকারের এই ঘটনাকে ২য় গনহত্যা উল্লেখ্য করে বলেন,আমাদের, আমরা ওআইসির মাধ্যমে গাম্বীয়াকে দিয়ে চাপ প্রধান করছি। আমরা মায়ানমার সরকারের সাথে কথা বলেছি,তারা যেন রোহিঙ্গা নেতাদের সাথে কথ বলে তাদের ফিরিয়ে নিয়ে যান। বিভিন্ন দেশ মায়ানমারকে অর্থ দিতে চাচ্ছে এবং মায়ানমারে রোহিঙ্গাদের সকল ধরনের সুবিধা নিশ্চিত করার জন্য আলোচনা করছে । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের জীবন যাপনের কথা উল্লেখ্য করে বলেন, একটি ছোট জায়গায় অনেক বেশি মানুষ বসবাস করে। তাদের অনেকের বয়স ২৫-৩০ বছর । এটা খুব কষ্টের। মায়ানমার তাদের যথাযথ মর্যাদা দিয়ে ফেরত নিবে এই আশা ব্যাক্ত করেন ।
