আর এফ এলকে বাণিজ্য মেলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা জানুয়ারী ২০২০ ১০:০০ অপরাহ্ন
আর এফ এলকে বাণিজ্য মেলায় জরিমানা

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পুরাতন মূল্যযুক্ত স্টিকারের উপর নতুন মূল্য লাগিয়ে বেশি মূল্যে আরএফএল  এর  ফ্লোর হ্যান্ডেল ব্রাস  বিক্রয়ের করার অপরাধে  প্রাণ আর এফ এল এর ব্রেস্ট বায়কে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।আজ  ২ জানুয়ারি  ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়  জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল জব্বার মণ্ডল এই অভিযান পরিচালনা করেন। পন্য  বা সেবা ক্রয়ে প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করে  তৎক্ষণাৎ প্রতিকার পাওয়ার আশ্বাস দেন  এই কর্মকর্তা।