
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ নির্বাচিত করেন। গত সোমবার ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বিষয়টি নিশ্চিত করেন।
সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ২০১০ সালে ১লা ডিসেম্বর নোয়াখালি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি) পদে চাকরিতে যোগদান করেন। পরে ২০১৮ সালের ১৪ নভেম্বর নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে যোগদান করেন।যোগদানের পর থেকেই মেধা, যোগ্যতা আর দায়িত্ববোধের প্রমাণ দিয়ে তিনি জয় করে নিয়েছেন বিশেষকরে উপজেলাবাসী সাধারন মানুষের মন।
তিনি একজন শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ছাত্রছাত্রীদের দুর্বলতা কাটিয়ে তোলার জন্য উপজেলার অন্য কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঝরেপড়া রোধ শিক্ষার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছেন নিরলসভাবে। বেকার সমস্যা সমাধানকল্পে কারিগরি শিক্ষা, হস্তশিল্প, কম্পিউটার প্রশিক্ষণ, উপজেলার প্রতিটি দপ্তরে দুর্নীতিমুক্ত সেবার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মাদক নির্মূল, বাল্যবিয়ে, ইভটিজিং, ভেজালবিরোধী অভিযানসহ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতোমধ্যেই তিনি প্রশংসিত হয়েছেন। শিক্ষার মানোন্নয়নে উপজেলার প্রায় প্রত্যেকটি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো পরিদর্শন করছেন এ ইউএনও।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব