
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১৮:২৯

নতুন বছরের প্রথম দিনেই সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের ৬টি ক্লাস্টারে পৌঁছেও গেছে বইগুলো। নতুন বইয়ের গন্ধ আর স্পর্শ পেতে এখন অপেক্ষার প্রহর গুনছে উপজেলার কোমলমতি শিক্ষার্থী। এ বছর সরাইল উপজেলাতে প্রাক প্রাথমিক হতে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে এসব বই। নতুন বছরের প্রথম দিনই এসব বই তুলে দেওয়া হবে শিকক্ষার্থীদের হাতে। ২০২০ সালের প্রথম দিনে বই উৎসবে মাতবে সরাইল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।
সরাইল উপজেলা মাধ্যমিক অফিস সুত্রে জানান, সরাইলে ২০টি উচ্চ বিদ্যালয়,৫টি (ইবতেদায়ী ও দাখিল) মাদ্রাসার ১৭ হাজার ৮০০ জন শিক্ষার্থীর জন্য এসেছে ৩ লাখ ২৬ হাজার ৬০০ টি নতুন পাঠ্য বই। উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানান , সরাইল উপজেলা ৯টি ইউনিয়নে ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৯০টি কিন্ডার গার্টেন,৫টি এনজিও পরিচালিত বিদ্যালয়সহ ৬০ হাজার ৬০০ জন শিক্ষার্থীর জন্য সরাইলে এসেছে ২ লাখ ৬৪ হাজার ৩শটি নতুন পাঠ্য বই। ইতিমধ্যে সরাইল উপজেলার ৬টি ক্লাস্টার পৌঁছে গেছে এসব বই।
এ বিষয়ে আজ দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, আজ পযর্ন্ত বেশি ভাগ বই ইউনিয়নের ক্লাস্টার অফিসে পৌঁছেছে। বাকী সব পৌঁছে যাবে। প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বইগুলো শিক্ষার্থীর সংখ্যানুযায়ী পৌঁছানো হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীই নতুন বই পাবে। নতুন বছর শিক্ষার্থীদের জন্য ‘বই উৎসব’। উল্লেখ্য যে, আগামী ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সংশ্লিষ্ট এলাকায় বই বিতরণ করবেন।
ইনিউজ ৭১/এম.আর
