গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচী পালনের মাধ্যমে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। স্থাণীয় গোলামনবী পাইলট মডেল হাইস্কুল মাঠে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুরু হয়। গোলামনবী পাইলট মডেল হাইস্কুল চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন প্রথমে পুস্পস্তবক অর্পন করেন।
পরে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়। পরে স্থাণীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে পুস্পার্ঘ অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।
পরে স্কুল মাঠে আকর্ষনিয় কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ ময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন শিকদার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর সহ জেলা ও স্থানীয় নেত্রীবৃন্দ। দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া শেষে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।