ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার মিঠাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বিকালে একটি ডোবায় এক নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। লাশটি উদ্ধারকালে নবজাতকটির গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ও দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঢাকা টাইমসকে নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।