রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি পেট্রোবাংলার ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ১৪ ও ১৫ নম্বর ফ্লোর থেকে আগুনের সূত্রপাত।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।