কাউখালীতে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ০২:৫৫ অপরাহ্ন
কাউখালীতে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে দুই দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন। অন্যানের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রফিকুল হক, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২০ স্টল অংশ গ্রহণ করেন। 

ইনিউজ ৭১/এম.আর