হিজলায় ৪০ দিনের কর্মসূচির টাকা লুটপাট!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০১৯ ১২:৩১ অপরাহ্ন
হিজলায় ৪০ দিনের কর্মসূচির টাকা লুটপাট!

বরিশালের হিজলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সহযোগিতায় ৪০ দিনের কর্মসূচির টাকা লুটপাটের উৎসব চলছে। কাগজপত্রে এ প্রকল্পের হিসাব নিকাশ সঠিকভাবে থাকলেও বাস্তবে তা চোখে পরেনি। হিজলার কোথায় এ কর্মসূচির কাজ চলছে তা কেউ জানেনা। হত দরিদ্র মানুষের হাতে এ প্রকল্পের মাধ্যমে টাকা পৌঁছে দেয়ার মূল উদ্দেশ্য সরকারের।

কিন্তু সেই টাকা বা প্রকল্পের নামই জানেনা খেটে খাওয়া মানুষেরা। অথচ সেই খেটে খাওয়া মানুষ গুলোর নামে ডান হাতে বাম হাতে স্বাক্ষর করে, সরকারের টাকা লুটপাটে ব্যস্ত এ প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিগণ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরে এ কর্মসূচির তথ্য চাইলে, সেখান থেকে জানানো হয় যে, উপরের নির্দেশ ছাড়া তথ্য দেয়া তার অধিকারে পরে না।

এদিকে সরকারের লক্ষ লক্ষ টাকা, কাজ না করেই প্রতি সপ্তাহে ব্যাংক থেকে উত্তোলন করছে সংশ্লিষ্টরা। যে প্রকল্প দেশ বা জণসাধারণের কল্যাণ করে না, সে প্রকল্প এলাকায় না থাকাই উত্তম। সরকারের এ প্রকল্পটির প্রতি নজর দেয়ার সময় এসেছে।(চলবে)....

ইনিউজ ৭১/এম.আর