সারাদেশের ন্যয় শরীয়তপুরে ৩ ও ৪ ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, বিভিন্ন হাটবাজার ও ইউনিয়ন পরিষদে বিদেশ থেকে আমদানিকৃত (টিসিবি)’র বরাদ্দকৃত ২(দুই) টন পেঁয়াজ ৪৫ টাকা দরে জেলা প্রশাসকের উদ্যোগে বিক্রি করা হয়েছে।
শরীয়তপুর জেলার সর্বোস্তরের জনগণের জন্য এ পেঁয়াজ বরাদ্দ হয়। শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সার্বিক তত্ত্বাবধনে পেঁয়াজ বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুর রহমান শেখ, ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা উপ-পরিচালক সুজন কাজী, পালং মডেল থানা ওসি(অপারেশন) আশরাফুল ইসলামসহ পুলিশের প্রতিনিধি দল প্রমূখ।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বরাদ্দকৃত দুই টন পেয়াজ শরীয়তপুর জেলার জন্য বরাদ্দ ছিল। জেলা প্রশাসক স্যারের সার্বিক তত্ত্বাবধনে জেলার বিভিন্ন স্থানে ২ টন পিয়াজ বিতরণ করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।