কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। তাঁর নিকট থেকে ৪১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৪ নভেম্বর (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের একটি অভিযানিক দল উখিয়ার বালুখালী কাস্টমস চেকপোস্ট এর সামনে কক্সবাজার মুখী পিকআপ নং- সিলেট-ড-১১-০৯১৯ -এ থাকা যাত্রীকে তল্লাশী করে ৪১০০ পিচ ইয়াবাসহ উক্ত রোহিঙ্গা যুবক কে আটক করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা নুর কাসিম (২৭) তাজনিমার খোলা ক্যাম্প নং- ১৩ ব্লক -ডি-৫ এর আশ্রিত রোহিঙ্গা মোঃ আলমের ছেলে।ধৃত আসামী ও ইয়াবা উদ্ধার বিষয়ে মামলা রুজু পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শাহপরীরদ্ধীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফুর রহমান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।