কালকিনিতে সরকারি খাল ভরাট করে দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: বুধবার ৪ঠা ডিসেম্বর ২০১৯ ০২:৫৩ অপরাহ্ন
কালকিনিতে সরকারি খাল ভরাট করে দখলের চেষ্টা

ঐহিত্যবাহি খাঁসেরহাট শেখ লৎফর রহমান আড়িয়াল খাঁ সেতুর গোল চত্তর হইতে কালাইর চর নামক খাঁলটি অবৈধ্য ভরাট করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খাসেরহাট বন্দর বাজার ব্যাবসায়ীদের বাধাঁর মুখে বন্ধ হলেও রাতের আধারে ভরাট হয়ে যাচ্ছে খালটি। দখল মুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে শতাধিক ব্যাক্তির আবেদন।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীওখাঁসেরহাট বন্দর বাজার ব্যাবসায়ী সমিতির অভিযোগ সুত্রে জানাগেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার খাঁসেরহাট শেখ লুৎফর রহমান আড়িয়াল খাঁ সেতু সংল্গন কালাইর চর নামক খাঁলটি নদীর সাথে সংযুক্ত। আর এ খাঁলটির মাধ্যমেই ঐহিত্যবাহি খাঁসেরহাট বন্দর বাজার, খাঁসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র,অনেক আবাসিক বাড়ি ঘরে পানি নিস্কাশনের একমাত্র পথ সেতু সংল্গন কালাইর চর নামক খাঁলটি। কিছু প্রভাবশালী ব্যাক্তির কারনে অবৈধ্য ভাবে ভরাটও হয়ে যাচ্ছে। ব্যাবসায়ীদের ও এলাকাবাসীর বাধাঁর মুখে পড়ে মৃত্যু গফুর বেপারীর ছেলে জালাল (জালু) বেপারী ড্রেজার দিয়ে অবৈধ্য ভাবে ভরাট করা বন্ধ করলেও কিছু দিনপর তা আবার রাতের আধারে ভরাট হয়ে যাচ্ছে বলে জানা যায়। আর এ খাঁলটি অবৈধ্য ভাবে ভরাট ও দখল মুক্ত করার জন্য মাদারীপুর জেলা প্রশাসকের সহায়তা কামনা করছেন শতাধিক এলাকাবাসী। 

অভিযুক্ত জালাল (জালু) বেপারীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, খাঁলটি ভরাটের অভিযোগ পেয়েছি তদন্তসাক্ষে ব্যাবস্থা নেয়া হচ্ছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব