জ্বর নিয়ে মায়ের সঙ্গে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিল তিন বছরের ছোট্ট শিশু সিয়াম। কিন্তু চিকিৎসা নেওয়ার আগেই হাসপাতালের এক চিকিৎসকের গাড়ির চাপায় মৃত্যু হয় তার।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরউদ্দিন। নিহত শিশু সিয়াম হাসপাতালের পার্শ্ববর্তী মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল শিশু সিয়াম। এ সময় ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা তার ব্যক্তিগত গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছান। গাড়ির হর্ন শুনে ভয় পেয়ে ছোট্ট সিয়াম মায়ের হাত থেকে ছুটে দৌড় দিলে গাড়ির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।