
প্রকাশ: ২ ডিসেম্বর ২০১৯, ২৩:৪১

মেয়াদোত্তীর্ণ দুধ, বার্গার বান, পাউরুটি, কারি পাউডার এবং পচা দুর্গন্ধযুক্ত মাংস দিয়ে খাবার তৈরি করায় ডমিনোজ পিৎজার ম্যানেজারকে পাঁচদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।



শান্তুনু চৌধুরী জানান, মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ডমিনোজ পিৎজার রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ দুধ, বার্গার বান, পাউরুটি, কারি পাউডার এবং পচা দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এ অপরাধে তাৎক্ষণিকভাবে উপস্থিত ডমিনোজ পিৎজার ম্যানেজারকে পাঁচদিনের কারাদণ্ড দেয়া হয়।
ইনিউজ ৭১/এম.আর
