পলাশে বাল্যবিয়ে-ইভটিজিং ও যৌন হয়রানি বন্ধে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: রবিবার ১লা ডিসেম্বর ২০১৯ ০৪:৪৯ অপরাহ্ন
পলাশে বাল্যবিয়ে-ইভটিজিং ও যৌন হয়রানি বন্ধে কর্মশালা

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চলনা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ,ইভটিজিং, যৌন হয়রানি, স্বাস্থ্য সচেতনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক এক কর্মশালা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবেন বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন রতন,চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শহীদুল আলম সুজন,ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরাম হোসেন ও শিক্ষার্থী মুবাইদা ইয়াসমিন প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর