বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ৪০ মন হাঙ্গরসহ আটক ০১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০১৯ ০৪:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ৪০ মন হাঙ্গরসহ আটক ০১

গত ২৭ নভেম্বর ২০১৯ ইং তারিখ রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি অভিযান পরিচালনা করে ১৬০০ কেজি হাঙ্গরসহ পাচারকারী মো: আনিছ মিয়া(২০) কে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ইলিশা ফেরী ঘাট এলাকায় ভোলা থেকে চট্রগ্রামগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে হাঙ্গরসহ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত হাঙ্গরের মূল্য আনুমানিক ৪,৮০,০০০/০০ (চার লক্ষ আশি হাজার) টাকা।

পরবর্তীতে জব্দকৃত হাঙ্গর ভোলার ইউএনও মো: কামাল হোসেন, সহকারী বন সংরক্ষক মো: জামাল ভূঁইয়া ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয় এবং কাভার্ড ভ্যানসহ পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও ভোলা এর নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/এম.আর