টেকনাফে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ইয়াবাসহ দুই কিশোর আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ৩:২০

শেয়ার করুনঃ
টেকনাফে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ইয়াবাসহ দুই কিশোর আটক

টেকনাফে শিলবনিয়া পাড়ার বিউটি পার্লারের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে ৪ হাজার ৭’শ ৯৬ পিস ইয়াবাসহ দুই কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ নভেম্বর বুধবার সাড়ে নয়টায় তাদের আটক করে। 

বিজিবি সুত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের শিলবনিয়া পাড়ার একটি বিউটি পার্লারের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে টেকনাফ বিওপির বিজিবি জওয়ানা অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই কিশোরের মধ্যে একটি ব্যাগ হস্তাস্তর করতে দেখে বিজিবি জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের চারদিক থেকে ঘেরাও করে আটক পূর্বক  ব্যাগটি তল্লাশি করে ৪হাজার ৭শ ৯৬ পিস ইয়াবা পাওয়া যায়। ধৃতরা হচ্ছে টেকনাফ ডেইল পাড়ার আনোয়ার হোসেনের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৬) ও মৃত আবদুস সাত্তারের পুত্র মোঃ নুরুল আমিন (১৭)। 

নিষিদ্ধ মাদক ইয়াবা বহন ও ক্রয়-বিক্রয় করার দায়ে তাদের আটক পূর্বক টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে। এব্যাপারে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ ফয়সাল হাসান খান জানান, বর্তমানে চোরাকারবারিরা মোটা অংকের বিনিময়ে প্রলোভন দেখিয়ে কিশোর কিশোরিদের দ্বারা মাদক বহন করছে। যা যুব সমাজের জন্য অত্যন্ত হুমকী স্বরূপ। এর থেকে উত্তোরণে সমাজের সকল ক্ষেত্রের মহলকে এগিয়ে আসতে হবে। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত: সীমান্তে কৌশলগত পদক্ষেপ

বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত: সীমান্তে কৌশলগত পদক্ষেপ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী হওয়ায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষত ঢাকা ও ইসলামাবাদের সামরিক ও নীতি-স্তরের যোগাযোগ বৃদ্ধির খবরে উদ্বেগ বাড়িয়েছে প্রতিবেশী ভারত। নয়াদিল্লির ধারণা, এই নতুন ঘনিষ্ঠতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিবেশকে জটিল করে তুলতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আধুনিক উন্নয়নের দৃশ্যমান শক্তি: প্রধান উপদেষ্টা

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আধুনিক উন্নয়নের দৃশ্যমান শক্তি: প্রধান উপদেষ্টা

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বাণীতে তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, জ্বালানি, কৃষি ও প্রযুক্তি খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ধরে মৌলিক ও কার্যকর অবদান রেখে আসছেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশের আধুনিক অর্থনীতির ভিত্তি নির্মাণে এই দক্ষ কর্মীবাহিনীর ভূমিকা অপরিহার্য।

ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রস্তুতি শতভাগ সম্পন্ন: ইসি

ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রস্তুতি শতভাগ সম্পন্ন: ইসি

আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, নির্বাচনে ব্যবহারের জন্য বিদেশ থেকে আনা ভোটের কালি দেশে এসে পৌঁছেছে। ফলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির আর কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যখন প্রার্থী ঘোষণা করা শুরু

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করেছে সংস্থাটি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন

ঐক্যমত্য কমিশনের বাজেট ৭.২৩ কোটি, ব্যয় স্বল্প: কমিশন

ঐক্যমত্য কমিশনের বাজেট ৭.২৩ কোটি, ব্যয় স্বল্প: কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে—সম্প্রতি একটি মহল কর্তৃক প্রচারিত এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে জানিয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কার্যক্রম শুরুর পর থেকে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে কমিশনের মোট বরাদ্দ ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর মধ্যে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র