প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ২২:৪১
শরীয়তপুর নড়িয়ায় উপজেলার কেদারপুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে এক ইতালী প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত জাহান নিন্নি (১৯) একই উপজেলার ঘোড়াগাও গ্রামের ইতালী প্রবাসী সুলতান ডাকুয়ার ছেলে সজল ডাকুয়া (২৬) সাথে গত ৯ মাস আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।
নুসরাতের পিতা রসুল বক্স বেপারী ও স্থানীয় ভাবে জানা যায়, নুসরাতর মাঘরিবের নামাজ পড়ে তার সোয়ার ঘরের দরজা বন্ধ করে পড়ছিল। রাত ১০টার দিকে নুসরাতের পাশের রুমে বাচ্ছার কান্নার শব্দ শুনে তার খালা ঘরের দরজা ধাক্কা দেয়। কিন্তু সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে দেখতে পান ঘরে ফানের সাথে ওলনা বেধে গলায় ফাঁস দিয়ে নুসরাত ঝুলে আছে। সে সময় দরজা ভেঙ্গে নুসরাতকে নামিয়ে স্থানীয় মুলফৎগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নড়িযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কি কারনে নুসরাত আত্মহত্যা করেছে তা এখনো পরিস্কার নয়। তবে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব