মুদি বাজারে ইউএনওর হানা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৪:৪৫ অপরাহ্ন
মুদি বাজারে ইউএনওর হানা

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে চার মুদি-মনোহরী ব্যবসায়ীকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মদমোহন আখড়া বাড়ি সংলগ্ন মুদি বাজারে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস ভোক্তা অধিকার আইনে এসব দোকানীকে জরিমানা করেন। 

সহকারী কমিশনার( ভূমি) অনুপ দাস জানান, বেশি দামে পেয়াজ বিক্রি ও মেয়াদ উত্তীর্ন মালামাল রাখায় তামিম স্টোরকে এক লক্ষ টাকা, ভেজাল কসমেটিক্স বিক্রির দায়ে মস্তফা স্টোরকে পঞ্চাশ হাজার টাকা, নকল মাল রাখার দায়ে রাধা স্টোরকে বিশ হাজার টাকা ও ও মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স পন্য রাখার দায়ে সেবক স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, ভেজাল মাল বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রনে ভবিষ্যতে এ অভিযান অব্যহত থাকবে। 

ইনিউজ ৭১/এম.আর