
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ৩:৩৭

শরীয়তপুর সদর উপজেলার সমিতির বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছেন। সোমবার সদর উপজেলা চিতলিয়া ইউনিয়নের সমিতির বাজার এ ঘটনা ঘটে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আসলাম উদ্দীন জানান চিতলিয়া ইউনিয়নের সমিতির বাজার এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। এসময় ৪ জনকে আটক করা হয়। তাদের নামে এখনো মামলা হয় নাই প্রস্তুতি চলছে। তবে কোন হতাহতর খবর আমরা এখনো পাই নাই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
