শরীয়তপুর সদর উপজেলার সমিতির বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছেন। সোমবার সদর উপজেলা চিতলিয়া ইউনিয়নের সমিতির বাজার এ ঘটনা ঘটে।
স্থানিয় শফিক পেদা জানান, সকাল ৯ টার দিকে দেলোয়ার হাওলাদার আমার কাছে এসে বলেন ওখানে মারামারি হচ্ছে আমাদের একটু সহযোগিতা করেন। আতাউর পেদা, জালাল খাঁ, খোকন বেপারী সহ আরও অনেকে লোক নিয়ে আমরা যাই। যাওয়ার পরে আমরা দুই গ্রুপকে মানিয়ে দেই। একটা গ্রুপ ঝাউ চর এবং মজুমদার কান্দির আরেকটি গ্রুপ চিতলিয়ার। এক ঘন্টা পর মজুমদার কান্দির গ্রুপের মনাছ হালদার এর ছেলে কাউসার হাওলাদারের নেতৃত্বে ওরা আবার এসে বাজারে মহড়া দেয়। স্থানিয় মুরব্বির সাথে আমি ছিলাম আমরা ওদের বললাম যে যার বাড়ি চলে যাওয়ার জন্য। সাথে সাথে পুলিশ ভাই এসে তিনজনকে আটক করে। এর মধ্যে একজনের কাছে ধারালো অস্ত্র পাওয়া যায়। বাকি লোকগুলোর সাঁকো দিয়ে পার হয়ে ওপারে গিয়ে বাড়ির উপর হামলা করে। পুলিশ যেতে যেতে সবাই পালিয়ে যায়। এরা উভয়ে আওয়ামীলীগ করে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আসলাম উদ্দীন জানান চিতলিয়া ইউনিয়নের সমিতির বাজার এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। এসময় ৪ জনকে আটক করা হয়। তাদের নামে এখনো মামলা হয় নাই প্রস্তুতি চলছে। তবে কোন হতাহতর খবর আমরা এখনো পাই নাই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।