
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ২৩:৫০

ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জেরে বিধবার নারিকেল শুপারি চারা গাছ কেটে ফেলল প্রতিপক্ষ। উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত্যু সোহরাব হোসেনের স্ত্রী শামসুন নাহার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করছেন পত্রিক সম্পত্তি নিয়ে দেবর, ভাশুর দের সাথে অনেকদিন পর্যন্ত বিবাদ চলে আসছিল বলে শামসুন নাহার জানান। সামসুন নাহারের বাড়ির বাগানের ৪০/৫০টি শুপড়ি ও নারিকেল চারা কেটে ফেল। শামসুন নাহার তখন বাড়িতে ছিলনা বলে জানান।
সরজমিনে গিয়ে দেখাযায় ঘরের পিছনে উত্তর পাশে বাগানে নারিকেল ও সুপারিরচারা গাছ গুলো কেটে ফেলে রাখা হয়েছে। শামসুন নাহার ইন্দুরকানী থানায় এব্যাপারে অভিযোগ দায়ের করেছে।পরে পিরোজপুর আদালতে একটি জি আর মামলা দাখিল করেন। এব্যাপারে সামসুর নাহার বলেন আমি বিধবা মানুষ আমি অসহায় আমাদের সাহায্য করার কোন মানুষ নাই। যারা গাছের সাথে এমন করতে পারে তারা যেকোন সময় আমার ও পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে।
এব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে চাইলে জি আর মামলার ২ নং আসামী বাবুল হাওলাদার বলেন আমি প্রতিবন্ধি মানুষ আমার পাদিয়ে চলতে পারিনা আমি কেমন করে রাতে বহুদুর গীয়ে চারাগাছ কাটবো। তাদের সাথে আমাদের পূর্ব শত্রুতা আছে তাই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এর আগেও আমার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে আমি আদালতে সম্পূর্ণ বেকসুর খালাস পেয়েছি অযথা আমাকে হয়রানি করার জন্য সামসুন নাহারের দেবর এ্যডঃ আজিজের পরামর্শে আমাদের হয়রানি করছে এ অভিযোগ সম্পূণূ মিথ্যা বানোয়াট আমি এমন কর্মের সাথে জরিত নয়।

ইনিউজ ৭১/এম.আর