
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১:৩৭

২০১৬ থেকে ২০১৯ অর্থ বছরে সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় জাতীয়ভাবে পরপর ৪ বার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন আশুলিয়ার কৃতি সন্তান বন্ধণ ডিষ্ট্রিবিউশন এন্ড সাপলাই এবং নায়ফা ট্রেড বিডি লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ তানভীর আহম্মদ রোমান ভূইয়া।
ঢাকা জেলার নির্বাচিত এই সেরা করদাতা তিনি আশুলিয়ার জামগড়া এলাকার আলহাজ্ব সফিল উদ্দিন ভূইয়ার ছেলে। এ নিয়ে তিনি মোট চারবার সেরা করদাতা নির্বাচিত হন। বড় ব্যবসায়ী হয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখাই তার ভবিষ্যৎ পরিকল্পনা বলে জানান এই তরুণ সেরা করদাতা তানভীর আহম্মদ রোমান ভূইয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব