২০২০ সালের জুন মাসে উন্মুক্ত হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের উপর নির্মানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু। শুক্রবার দুপুরে সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব, বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলি রেজাউর রহমান, পটুয়াখালী জেলা অ ল তথ্যবধায়ক প্রকৌশলি নুরুল হুদা, সেতু প্রকল্প পরিচালক রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ১৯ নভেম্বর অন্ধারমানিক নদীর উপড় সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় নব্বই কোটি টাকা ব্যয় র্নিধারন করে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর সেতুটির নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। ইতিমধ্যে এ সেতুর ৮২ ভাগ কাজ শেষ হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।