গাজীপুরের কালিয়াকৈরে বছর দুয়েক আগে ১৬ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে প্রায় ৭ কিলোমিটার কালিয়াকৈর-বাশতলী আ লিক সড়ক নির্মাণ করা হয়। কিন্তু একটি ব্রিজের অভাবে অর্ধশতাধিক গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী ও উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার টানকালিয়াকৈর, সৈয়দপুর, রাজাবাড়ি, নামাআশুলিয়া, বাশতলী, দিঘীবাড়ি বড়ইবাড়িসহ বিভিন্ন উপজেলার অর্ধশতাদিক গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে আসছে। বছর দুয়েক আগেও ঐ সড়ক চলাচলের অনুপযোগী ছিল। পরে ১৬ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নতুন করে প্রায় ৭ কিলোমিটার কালিয়াকৈর-বাশতলী আ লিক সড়ক নির্মাণ করা হয়। কিন্তু কালিয়াকৈর বাজার এলাকার ব্রিজটি সরু থাকায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজটিতে ট্রাক বা বাস চলাচল তো দুরের কথা একটি সিএনজি বা একটি অটো রিক্স্রা ওঠলে আরেকটি সিএনজি বা অটো রিক্স্রা যেতে পারে না। আবার ব্রিজটির কোথাও কোথাও ধসে পরেছে। অপর দিকে ব্রিজটি সরু থাকায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতি নিয়তই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে দেরি হয়।পথচারী বিপুল রায়হান বলেন রাস্তাটি অনেকদিন আগে নির্মান করা হলেও ব্রিজটি সরু থাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে ৭-৮ কিলোমিটার ঘুরে হাসপাতালে নিয়ে যেতে হয়। কালিয়াকৈর বাজারের, ব্যাবসায়ী মিন্টু মিয়া বলেন এখন একটি মাত্র ব্রিজের অভাবে অর্ধশতাধিক গ্রামের মানুষের যেন দুভোর্গের শেষ নেই। গ্রামবাসীর দাবি, অতি তাড়াতাড়ি ব্রিজটি নির্মাণ করা হলে অর্ধশতাধিক গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে। সেই সাথে এলাকায় উন্নয়নের বিকাশ ঘটবে বলেও জানান তারা।
উপজেলা প্রকৌশলী সরকার মো:সাজ্জাদ কবীর জানান, কালিয়াকৈর বাজারে আমাদের একটি পুরাতন ব্রিজ ছিল।যেটা এখন যানবাহন চলাচলের উপযোগি না । ব্রিজটি নতুন করে নিমার্নের জন্য সাপোটিং রোলার ব্রিজ প্রকল্প থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সার্ভে কাজ সম্পূর্ন হয়েছে আমরা ডোন সার্ভে করে এটা টপোগ্রাফি করে কোথায় ভবন আছে কোথায় নদী আছে এটা নির্ণয় করছি। আমাদের নদী সার্ভে করে ব্রিজের ডিজাইনের কাজ চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।