প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ২:৫
নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরী, কৃষকদের কল্যাণ, দারিদ্র নিরসন, টেকসই উন্নয়ন এবং কৃষির উন্নয়নে অসামান্য অবদান রাখায় আজীবন সম্মাননা পেয়েছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে ১৪ নভেম্বর বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার হাতে সম্মাননা তুলে দেন। পুরস্কার হিসেবে সম্মাননাপত্র, ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে প্রদান করা হয়।