
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ১:৪৯

সৌদি আরবে কাজ করতে যাওয়া বাংলাদেশি নারী কর্মীর ৯৯ শতাংশ ভালো আছেন এবং দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত ২ লাখ ২০ হাজার নারীর মধ্যে ৫৩ জনের মরদেহ ফিরে এসেছে, যা খুবই নগণ্য।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব