
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ০:৩৭

ঝালকাঠিতে আলোচিত জেএমবি বোমা হামলায় নিহত দুই বিচারক হত্যার ১৪ বছর আজ। ঠিক ১৪ বছর পূর্বে ২০০৫ সালের ১৪ নভেম্বর এই দিন জেএমবির বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক সোহেল আহম্মেদ এবং জগন্নাথ পাঁড়ে নিহত হন। সেদিনের সেই স্মৃতি মনে করে আজও জেলাবাসী আঁতকে ওঠেন।
আর এই সুযোগে সে সময় জেএমবির সুইসাইডাল ইফতেখার হাসান আল-মামুন গাড়িতে অপেক্ষামান দুই বিচারককে একটি চিরকুট পড়তে দিয়ে জেএমবি সদস্য মামুন বিচারকদের গাড়িতে শক্তিশালি বোমা নিক্ষেপ করে।
মূহুর্তেই বিকট শব্দে কম্পিত হয়ে গাড়িটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। আর দুই বিচারকের শরীরে বিভিন্ন অংশ দেহ থেকে উড়ে যায়। ঘটনা স্থলেই মারা যান বিচারক জগন্নাথ পাঁড়ে সেই সাথে জেএমবি সদস্য মামুনের মৃত্যু না হলেও ঘটনাস্থলে গুরুতর আহত হন। অপরদিকে চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে মারা যান বিচারক সোহেল আহমেদ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব