
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ২২:৪৭

পটুয়াখালীর কলাপাড়ায় সাত বছরের এক কন্যাশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ছিদ্দিক চৌকিদার (৫৫) নামের এক লম্পটকে আটক করেছে পুলিশ। বুধবার শেষ বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী ফরাজীকান্দা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এঘটনায় ওই শিশুর পিতা বাদী কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার বিকালে স্থানীয় শিশুদের সাথে খেলা করছিল বাদুরতলী বাধঘাট নুরানি মাদ্রাসার প্রথম শ্রেনীর ওই শিশু শিক্ষার্থী। এসময় প্রতিবেশি লম্পট ছিদ্দিক তাকে ডেকে খালপাড়ে নিয়ে যায়। পরে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। ঘটনাটি স্থানীয় এক গৃহবধু দেখে ডাক চিৎকার দিলে লম্পট ছিদ্দিক পালিয়ে যায়। পরে রাতেই পুলিশ তাকে আটক করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিশুটির পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আমার আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব