টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গ্রাম পুলিশ জলিল খলিফা উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের ফজর আলী খলিফার ছেলে।
পুলিশ জানায়, জলিল খলিফা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, স্ত্রী ছাহেরা বেগম (৫২) দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী। তাদের মধ্যে কলহ চলছিল। স্ত্রী তাকে স্বামীর মর্যাদা না দিয়ে অবাধ্য হয়ে নিজের ইচ্ছামতো চলাফেরা করতেন। প্রতিদিন স্বামীকে নির্যাতন ও গায়েও হাত তুলতেন। এজন্য তাকে খুন করেন তিনি।
সোমবার রাত ৮টার দিকে ছাহেরার বাবার বাড়িতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে মারপিট করেন স্বামী। পরে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে নিজ বাড়িতে চলে যান জলিল খলিফা। মঙ্গলবার সকালে নিহতের মেয়ে রত্না বেগম বাদী হয়ে খালা ছালেহা বেগম ও খালাতো বোন নুরজাহানকে আসামি করে হত্যা মামলা করেন।
এব্যাপারে মির্জাপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন দিয়েছেন জলিল খলিফা। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।