
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৩

চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘প্রতিদিন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ হচ্ছে। খালেদা জিয়ার পক্ষে কি এখন ৩০ বছরের তরুণীর মতো হাঁটাচলা সম্ভব? উনারা (বিএনপি নেতা) কী ভাবছেন? খালেদা জিয়ার বয়স এখন ৭৫ বছরের বেশি। এই বাস্তবতাটা মেনে নিতে হবে। এই বয়সের কারণেই তার শারীরিক অনেক সমস্যা থাকতে পারে।’ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ‘সামাজিক অংশগ্রহণ’ বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতি কোনও সুস্থ ও বিবেকবান মানুষের আস্থা-ভরসা থাকতে পারে না মন্তব্য করে হানিফ বলেন, ‘কোনও ভালো মানুষের জায়গাও বিএনপি হতে পারে না। বিএনপির মধ্যে এখন যারা আছেন, এর মধ্যে যারা একটু সুস্থ ও বুদ্ধিমান তারা অনেকটাই কোণঠাসা। তারা এ দল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন।’

পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হানিফ। এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ, সিভিল সার্জন ডাক্তার রওশন আরা বেগম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব