টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে মিয়ানমার মুদ্রা ও গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড।
জানা যায়, ১৩ নভেম্বর দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি টহল দল সেন্টমার্টিনের পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার কিয়াত (মায়ানমারের মুদ্রা), ৫০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন ও ১টি মায়ানমারের সিমসহ লক্ষীপুরের রামগঞ্জ থানার মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ রুবেল (২৭) কে আটক করেন।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির জন্য মওজুদ রেখেছিল জানান।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে বিদেশী মুদ্রা ও গাঁজাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।