চরে আটকা পড়েছে ‘শাহরুখ খান’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৩ই নভেম্বর ২০১৯ ০৩:১৩ অপরাহ্ন
চরে আটকা পড়েছে ‘শাহরুখ খান’

চরে আটকে আছে ‘এমভি শাহরুখ-২’। সাড়ে পাঁচশ যাত্রী নিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ চরে আটকে আছে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এ যাত্রীবাহী লঞ্চ। বুধবার ভোর রাতে লঞ্চ ওই চরে আটকা পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই লঞ্চের সাধারণ যাত্রীরা।

লঞ্চের সারেং মো. শহিদুল ইসলাম জানান, ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসা এমভি শাহরুখ-২ নামের লঞ্চ বুধবার ভোর সাড়ে ৩টার দিকে চরে আটকা পড়ে। কুয়াশার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় লঞ্চটি চরে উঠে যায়। আমরা লঞ্চটি চর থেকে নামানোর চেষ্টা করছি। আর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব