দাঙ্গাবাজ ও মাদক ব্যবসায়ীদের উদেশ্য করে বলেন,হয়তো ভাল হয়ে যান, আর নয়তো এলাকা ছেড়ে চলে যান, মনে রাখবেন কাউকে চাড় দেওয়া হবে না।তিনি আরো বলেন শয়তান আপনাদেরকে দিয়ে ঝগড়া লাগিয়ে লাভবান হয় শয়তান, এতে আপনাদের কি লাভ? এ দাঙ্গা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।
সরাইলে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে "দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান" “অস্ত্র ছেড়ে কলম ধরি, সুন্দর আগামীর সরাইল গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র পরিকল্পনায় মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে সদর ইউনিয়নের বড্ডা পাড়া গ্রামবাসীর উদ্যোগে দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো এ অপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলার বড্ডা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, ইউপি সদস্য হাবিবুর রহমান, সমাজ সেবক মোঃ মজিবুর রহমান, মোঃ মোজাহিদুল ইসলাম (সেলিম), শাহিন মোহাম্মদ ওয়ালী পরিচালনায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল মিয়া, মোঃ শাহজাহান মিয়া প্রমুখ,ও এলাকার সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রথমে হাফেজ ইয়াসির আরাফাত কুরআন পাঠকরেন,পরে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো উপস্থিত সকল ব্যক্তিকে শান্তির শপথ পাঠ করান। শপথ পাঠ শেষে স্থানীয় লোকজন স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।