রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় আহত কানিজ ফাতেমা (৩০) মারা গেছেন। মঙ্গলবার বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কানিজ ফাতেমা পরিবার নিয়ে কদমতলী দক্ষিণ দনিয়ায় বসবাস করতেন। শান্তিনগরের কোয়ান্টাম ব্লাড ব্যাংকের ল্যাবে চাকরি করতেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অফিসে যাওয়ার উদ্দেশ্যে তার বাবার বাড়ি মিরপুর থেকে আল মক্কা পরিবহনের একটি বাসে সকালে শান্তিনগর মোড়ে আসেন কানিজ ফাতেমা। বাস থেকে নামার সময় চালক বাসটি আচমকা টান দেন। এতে রাস্তায় পড়ে যান ফাতেমা। এ সময় বাসের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। ডিএমপি সূত্রে জানা যায়, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।