শরীয়তপুরের জাজিরায় আপন ভাইয়ের পাওনা টাকা পরিশোধ করতে ভাতিজাকে অপহরণ করেন চাচা শিপন ও তার সহকারী। তবে পুলিশের অভিযানে অপহৃতসহ অপহরণকারী তিন জনকে আটক করেছে। সোমবার ১১ নভেম্বর সকালে রাজধানীর কামরাঙিচর এলাকা থেকে অপহৃত শিশুসহ অপহরণকারীদের আটক করা হয়। অপহৃত মাহিন (৮)জাজিরা থানার সেনেরচর দক্ষিন কান্দি গ্রামের প্রবাসী মো. রিপন মৃধার ছেলে। আটক অপহরণকারী শিপন মৃধার আপন ছোট ভাই। অপর অপহরণকারী রুবেল মোল্লা জাজিরা উপজেলার বড় কান্দী ইউনিয়নের কুড়ি টেক্কারচর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ও আলামিন হাউদ সখিপুর থানার চরসিংহপুর আব্দুল খালেক হাউদের ছেলে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, ৯ নভেম্বর শনিবার সকালে মাহিন সেনেরচর দক্ষিন কান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় তার আপন চাচা শিপন শিশুটির মামা অসুস্থ্য বলে নিয়ে যায়। চাচা শিপন তার ভাতিজা মাহিনকে তার মামা বাড়ি না নিয়ে অপহরণকারী রুবেল মোল্লা ও আলামিন হাউদের কাছে দিয়ে দেয়। ওই দিন সন্ধ্যায় অপহৃত শিশুর মায়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে শিশুর মা জাজিরা থানায় একটি অভিযোগ করেন। পরে জাজিরা থানা পুলিশ শিপনকে সন্দেহ করে আটক করে। শিপনের শিকারোক্তীতে ঢাকার কামরাঙিচর এলাকা থেকে মাহিনকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।
মাহিনের বাবা প্রবাসী মো. রিপন মৃধা তার আপন ছোট ভাই শিপনকে বিদেশ যেতে ২০ হাজার টাকা দেয়। শিপন দেশে আসলে রিপন তার কাছে ২ লাখ টাকা পাবে বলে দাবি করে। এই ঘটনার জের ধরে আপন ভাইয়ের পাওনা টাকা পরিশোধ করতে ভাতিজাকে অপহরণ করেন চাচা শিপন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।