
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯, ২২:৩১

ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে বরিশালের হিজলা উপজেলার ৬ টি ইউনিয়নে যে ক্ষতি সবার নজর কেড়েছে , উপজেলা বাস্তবায়ন দপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ৯৭ লক্ষ ৯৮ হাজার টাকার মতো। ৯ নভেম্বর মধ্য রাত থেকে শুরু করে ১০ নভেম্বর বিকেল পযর্ন্ত একটানা মূষলধারার বৃষ্টি এবং হালকা দমকা হাওয়ার কারণে মাটি নরম হয়ে বড় বড় গাছ বসতবাড়ির উপর পরে ক্ষতি করেছে বেশি।
এছাড়াও বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনে গাছ পরার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যদিও হিজলায় সাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি না উঠলেও অতি বৃষ্টির কারণে ফসলের বেশ ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড় শুরুর অনেক আগে থেকেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর ব্যাপক প্রচার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানের মানুষদেরকে সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহণ করা এবং তাদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করার কারণে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে হিজলার ৬ টি ইউনিয়নের ক্ষতির যে তালিকা উপজেলা বাস্তবায়ন দপ্তরে পৌঁছেছে সেখানে থেকে জানা গিয়েছে, ১০ হাজার গাছ যার মূল্য ৩ কোটি টাকা, ৫৩৬ টি কাঁচাপাকা ঘর যার মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৮০ হাজার টাকা, ধান এবং রবি শষ্যের ক্ষতির মূল্য ১৪ কোটি ৪ লক্ষ ১৮ হাজার টাকা, ১৩০ একর পানের বরজ যার মূল্য ১ কোটি টাকা এবং ৩৮ কিলোমিটার রাস্তার ক্ষতির মূল্য ১ কোটি ৩৩ লক্ষ টাকা। এ হিসাবে মোট ক্ষতির মূল্য দাঁড়িয়েছে ২০ কোটি ৯৭ লক্ষ ৯৮ হাজার টাকা। এছাড়াও অন্যান্য ক্ষতি মিলিয়ে প্রায় ২১ কোটি টাকা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব