ঝগড়া লাগলেই তারা টেলিভিশনে দিয়ে দেয়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১০ই নভেম্বর ২০১৯ ১২:৪৬ অপরাহ্ন
ঝগড়া লাগলেই তারা টেলিভিশনে দিয়ে দেয়

শনিবার (৯ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির বিশুতারা গ্রামবাসীর উদ্যোগে “দেশীয় অস্ত্র সমর্পন ও শপথ গ্রহণ” অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে  উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেন, সাংবাদিকরা এখানকার ঝগড়া-মারামারি টেলিভিশনে ফলাও করে প্রচার করার কারণে বাইরে গিয়ে বাড়ি সরাইল বলতেই  নানা প্রশ্নের মধ্যে পড়তে হয় আমাদের। তাই এ বিষয়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সংযম হতে বলেন তিনি। এসময় তিনি আরো বলেন,শুধুমাত্র সরাইলেই নয়, সারাদেশের বিভিন্ন স্থানে ঝাগড়া হয়। কিন্তু তা টেলিভিশনে আসে না। দূর্ভাগ্য আমরাও খারাপ আর আমাদের ঘরে যারা জন্ম হয়েছে ভাই-ভাতিজা সাংবাদিক তারাও খারাপ। ঝগড়া লাগলেই তারা টেলিভিশনে দিয়ে দেয়।

আমরা তো খারাপ কিন্তু তোমরা ভাল হও না। দেশের কোন অঞ্চলে ঝগড়া হয় না? আমাদের পাশের নরসিংদী জেলার রায়পুরায় প্রায় প্রতিদিনই ঝগড়া হয়, কিন্তু টেলিভিশনে কোন দিন দেখায় নাই। আমাদের ঝগড়া ফলাও করে প্রচার করা হয়   অপরোক্ত কথা গুলি বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,"অস্ত্র ছেড়ে কলম ধরি, সুন্দর আগামীর সরাইল গড়ি" এ স্লোগানকে সামনে রেখে সরাইল উপজেলা কালিকচ্ছ ইউপির চেয়ারম্যান শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো।উক্ত অনুষ্ঠানেএলাকারবিশিষ্টব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মীগণ উপস্হিত ছিলেন,