ব্রাহ্মণবাড়িয়া সরাইলে (৯ নভেম্বর) বিকালে "দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান" “অস্ত্র ছেড়ে কলম ধরি, সুন্দর আগামীর সরাইল গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র পরিকল্পনায় মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে বিশুতারা গ্রামবাসীর উদ্যোগে দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শরাফত আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো ও এলাকার সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সরাইল থানা ওসি দাঙ্গা নিরসনের লক্ষ্যে সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন। উক্ত সভার প্রধান বক্তা ও বিশেষ অতিথি সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো উপস্থিত সকল ব্যক্তিকে শান্তির শপথ পাঠ করান। শপথ পাঠ শেষে স্থানীয় লোকজন স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা প্রদান করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।