
প্রকাশ: ৬ নভেম্বর ২০১৯, ৪:৯

বরিশাল-৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, আমি কখনো নৌকার বিরোধীতা করিনি। জেলা আওয়ামী লীগের মনোনয়ন বাণিজ্যের কারনেই এখানে নৌকার প্রার্থী হেরেছে। তারা আগেই থেকে পরিকল্পনা করেছে নৌকার ভরা ডুবি দেখিয়ে বিএনপি’র প্রার্থীকে জিতিয়ে দেবার জন্য উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন প্রার্থী দাঁড় করিয়েছে যাতে আমাকে হেয় প্রতিপন্ন করা যায়। তিনি বার বার রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। আজ বুধবার (০৬ নভেম্বর) দুপুর ১২টায় পাতারহাট বন্দর সংলগ্ন শহীদ মিনার চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল-৪ (হিজলা- মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথ এ দাবি করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব