লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ০৫:৫৫ অপরাহ্ন
লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাতিম হোসেন (২৩) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বটতলী মোটর স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত হাতিম হোসেন আমিরাবাদ মাহালদার পাড়া এলাকার জাহিদ হোসেনের পুত্র এবং চট্টগ্রাম হাজ্বী মোহাম্মদ মহসিন কলেজের স্নাতক ডিগ্রী (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,নিহত হাতিম তার ছোট ভাই জেএসসি পরীক্ষার্থী হামিম হোসেনকে পরীক্ষা কেন্দ্র থেকে  নিয়ে আসতে বের হলে উল্লেখিত স্থানে অটোরিক্সাকে ওভার টেক করতে গিয়ে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে মাটিতে পড়ে গেলে গাড়ীর চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। দোহাজারী হাইওয়ে থানা পুলিশের এসআই বেলাল জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও মোটর বাইকটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর